শিক্ষা

তিন হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি জবি ছাত্রদলের

মোহনা অনলাইন

আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান শাখা ছাত্রদলের সভাপতি আসদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এসময় সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আগামী একমাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজনে পুরনো হল সংস্কার অথবা ভবন ভাড়া নিতে হবে।

এ সময় সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজনে পুরনো হল সংস্কার অথবা ভবন ভাড়া নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি বিভাগ থেকে হলের জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকার করার দাবিও জানান তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে। শিক্ষার্থীদের দাবিতে একমত পোষণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে যেকোনো উপায়ে হোক দ্বিতীয় ক্যাম্পাসে কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনের ছাত্র নেতাদের মতো দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কর্মকাণ্ডে ছাত্রদল হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে কোনো ছাত্রদল নেতার সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের দোসর শিক্ষক ও কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাসহ সকল যৌক্তিক দাবির সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন তিনি।

ছাত্রনেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থী সমস্যা সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড . রইছউদ্দীন বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। তবে আমি মনে করি, আমাদের সময়ক্ষেপণ না করে শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে হলেও আবাসন ব্যবস্থা করতে হবে।’

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম বলেন, ‘অস্থায়ী আবাসন ব্যবস্থা করতে হলেও অনেক টাকার প্রয়োজন। আজ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। সেখানে ইউজিসি প্রতিনিধিরাও থাকবেন। তাদের কাছে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরব।’

এ সময় জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, মাইনুদ্দীন চৌধুরী, সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠুসহ, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান রুমিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button