ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাহিদুল ইসলাম হত্যা মামলার তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের বিশেষ এ ইউনিটের পাঠানো বার্তায় বলা হয়, মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য মুকুল। তাকে হাজারীবাগ এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে টানা তৃতীয়াবরের মত জয়ী হন তিনি। আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন।