Top Newsআন্তর্জাতিক

ফের বোমাতঙ্কে ১৯৩ আরোহী নিয়ে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ

মোহনা অনলাইন

এবার ভারতীয় ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দিয়েছে। বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর কলকাতাগামী ইন্ডিগো’র একটি ফ্লাইট বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ১৯৩ জন আরোহী নিয়ে ছত্তিশগড় প্রদেশের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

রায়পুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অ্ পুলিশ সন্তোষ সিং জানান, বিমানে ১৮৭ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। নাগপুর থেকে কলকাতার উদ্দেশে বিমানটি আকাশে উড়েছিল। তবে উড়ার সঙ্গে সঙ্গে বিমানে বোমা হামলার হুমকি দিয়ে বার্তা আসে। বার্তা পাওয়ার পর পরই বিমানটি রায়পুরের দিকে সরিয়ে নেয়া হয়।

এদিকে জরুরি অবতরণের পর বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলে ওই কর্মকর্তা বলেছেন। তিনি বলেন, কারিগরি কর্মীদের পাশাপাশি বোম্ব স্কোয়াডের সদস্যরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।
 
প্রতিবেদনে আরও বলা হয়, রায়পুর বিমানবন্দরের একটি নিরাপদ জায়গায় বিমানটিকে নিয়ে যাওয়া হয়েছে। বিমানে থাকা যাত্রীদের নামিয়ে চলছে তল্লাশি। যদিও এখনও পর্যন্ত বিমানের ভেতর থেকে কোনও বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি।
এদিকে একের পর এক ফ্লাইটে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। কারা এই ভুয়া খবর ছড়াচ্ছেন, তাদের খোঁজে তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button