Top Newsখেলাধুলা

তৃতীয় দিন শেষে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ

দিনের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু, সময় গড়াতে সেই ভালোর সুর পাল্টে যায়। উইকেটে থিতু হয়ে বেশ কয়েকজন ব্যাটারই ফিরে গেছেন সাজঘরে। এমন দিনে অ্যান্টিগায় ফলোঅন এড়াতে পারলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। কারণ, দিন শেষে বাংলাদেশ হারিয়ে ফেলেছে ৯ উইকেট, অথচ এখনও পিছিয়ে আছে ১৮১ রানে। সুতরাং প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কা নিয়ে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।

আলোকস্বল্পতা কারণে তৃতীয় দিনও আগেভাগে শেষ লড়াই। তাতে ৭৮ ওভার ব্যাট করে দিন শেষে বাংলাদেশ তুলেছে ৯ উইকেটে ২৬৯ রান। দিন শেষে উইকেটে ১১রানে ছিলেন তাসকিন আহমেদ ও ৫ রানে অপরাজিত শরিফুল আহমেদ। ১৮১ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিনের লড়াই শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৩ রান করেন জাকের আলি। মুমিনুল হক করেন ৫০। আর লিটনের ব্যাট থেকে আসে ৪০ রান।

ব্যাটিং বিপর্যয়ে বিপদে বাংলাদেশ অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনের স্বস্তি পরের দুই সেশনেই মিলিয়ে গেছে। উইকেটে জমে যাওয়া মুমিনুল হক প্রথম সেশনে উইকেট আগলে রাখেন। কিন্তু দ্বিতীয় সেশনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি। ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়ে আউট হয়ে ফেরেন তিনি।

মুমিনুলের পর বিদায় নিয়েছেন আরেক সেট ব্যাটার লিটন দাস। ডানহাতি ব্যাটারকে ৪০ রানে এলবি ফাঁদে পড়েন। এরপর ব্যাট করতে আসা মিরাজও হতাশ করেন। একের পর উইকেট হারানোর মিছিলে অ্যান্টিগার মহা বিপদে বাংলাদেশ।  দলীয় রান এখনো দুইশ’ র ছাড়াতে পারেনি সফরকারীরা।

অ্যান্টিগায় প্রথম সেশনে স্বস্তি দিলেন মুমিনুল বিশাল রানের চাপের মাঝে অ্যান্টিগায় বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন মুমিনুল হক। টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে উইকেট আগলে রেখেছেন এই ব্যাটার। প্রথমে শাহাদাত হোসেন পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন পার করে দিয়েছেন মুমিনুল।

দুই উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনে স্কোরবোর্ডে তুলেছে ৬৩ রান। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের মোট রান ৩ উইকেটে ১০৫। উইকেটে ৯৮ বলে ৩৮ রানে অপরাজিত মুমিনুল। তার সঙ্গে ২১ রানে ব্যাট করছেন লিটন দাস। দুজনের জুটি পার করে দিয়েছে ৭৮ বল। জুটিতে এসেছেন ৩৯ রান। প্রথম সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের রান থেকে এখনও ৩৪৫ রানে পিছিয়ে বাংলাদেশ।

সতর্ক শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ সামনে ৪১০ রান টপকানোর চ্যালেঞ্জ। নেই দুই ওপেনার জয় ও জাকির। এমন হতাশার পর অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের শুরুতে ভালো কিছুর আভাস দেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। দুজনের জুটিতে দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেয় বাংলাদেশ।

কিন্তু দ্বিতীয় ঘণ্টায় এসে হোঁচট খায় বাংলাদেশ। সাবধানী শুরুর পর বিদায় নেন শাহাদাত হোসেন। কেমার রোচের বলে ক্যাচ দিয়ে ১৮ রানে বিদায় নেন শাহাদাত। ৭১ বলে তার ইনিংসে ছিল একটি চারের মার।
শাহাদাত ফেরার পর মুমিনুলের সঙ্গে নতুন জুটি গড়তে নেমেছেন লিটন দাস। স্কোরবোর্ডে এখনো ১০০ রান তুলতে পারেনি বাংলাদেশ। ৩৮ ওভারে এখন পর্যন্ত তুলেছে ৮০ রান। পিছিয়ে আছেন ৩৭০ রানে।

কঠিন চ্যালেঞ্জ নিয়ে তৃতীয় দিনের লড়াইয়ে বাংলাদেশ বোলিংয়ে আশা জাগিয়েও ওয়েস্ট ইন্ডিজকে অল্পতে থামাতে পারেনি বাংলাদেশ। জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে ক্যারিবীয়রা পেয়েছে সাড়ে ৪০০ রান। বিপরীতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। কঠিন রানের ভোজা মাথায় নিয়ে আজ রোববার (২৪ নভেম্বর) অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের লড়াইয়ে নামে বাংলাদেশ ক্রিকেট দল।

গত শনিবার রাতে অ্যান্টিগায় বাংলাদেশি বোলারদের সামনে দুঃস্বপ্নের নাম হয়ে ওঠেন জাস্টিন গ্রিভস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া গ্রিভস শেষ পর্যন্ত ১১৫ রানে অপরাজিত থেকে উইকেট ছাড়েন। তার ব্যাটে ভর দিয়ে বড় পুঁজি পাওয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সামনে দাঁড় করান পাহাড় সমান দেয়াল। ব্যাটিং দাপটে স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। ২০১৪ সালের পর ঘরের মাঠে এটিই তাদের সর্বোচ্চ ইনিংস। দলের হয়ে ১১৫ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরেন গ্রিভস।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার জয় ও জাকির দুজনেই প্রতিপক্ষকে উইকেট উপহার দেন। তাদের বিদায়ের পর শেষ পর্যন্ত ২ উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪১০ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল।

পুরোনো ব্যাটিং ব্যর্থতা পেছনে ফেলে আজ থিতু হওয়াই বড় চ্যালেঞ্জ মিরাজদের সামনে। ক্যারিবীয়দের রান চেজ করতে হলে সেই চ্যালেঞ্জে পাশ করতে হবে বাংলাদেশি ব্যাটারদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button