হুমায়ূন আহম্মেদের ছেলে নুহাশ হুমায়ূন চার বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন। সে সিনেমার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সিনেমাটির চিত্রনাট্যের কাজ এখনও চলছে! নুহাশ হুমায়ূনের এ ছবির প্রযোজক আরিফুর রহমান। ওই তহবিলের পর দেশেও সম্ভাবনা উজ্জ্বল হয় ছবিটির।
সম্প্রতি সিনেমাটির জন্য ৫০ লাখ টাকার অনুদান বাতিল করা হয়েছে। ‘সিনেমা বানানো তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ নয়’ জানিয়ে এ বিনিয়োগ থেকে সরে আসার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
তবে সরকারি তহবিল না পেলেও ‘মুভিং বাংলাদেশ’ নির্মিত হবে, নিশ্চিত করেছেন এর প্রযোজক আরিফুর রহমান। তিনি বলেন, ‘যে টাকাটা এখান থেকে সরে গেল, সেটা হয়তো আমাদের জোগাড় করতে হবে, কিন্তু ছবি আমরা বানাবই। হয়তো সময় লাগবে।’
বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য নির্মাতা নুহাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনে তাকে পাওয়া যায়নি।
তবে ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তরুণ বলেন, ‘এটা তরুণদের গল্প, যারা দেশে ইতিবাচক পরিবর্তন আনতে চায়। এটি প্রথম বাংলাদেশি ছবি, যেটা সানডান্স উৎসব, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েছে। নতুন সরকার দেশের সংস্কৃতি খাতের বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করছে। বিনয়ের সঙ্গে বলতে চাই, এ রকম (মুভিং বাংলাদেশ) প্রজেক্টে বাধা না দিয়ে সহযোগিতা করা উচিত।’
এদিকে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রযোজক আরিফুর। ‘মুভিং বাংলাদেশ’ বিষয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ঢাকার একটি রাইড শেয়ারিং প্ল্যাটফরমের উত্থানের গল্প উঠে আসবে ‘মুভিং বাংলাদেশ’-এ। একদল তরুণ কিভাবে ঢাকার যানজটে অতিষ্ট হয়ে নিজেরাই একটি উপায় বের করে, সে উৎসাহমূলক ঘটনা দেখা যাবে এতে। ছবিটির জন্য বিশ্বের আরো কয়েকটি দেশের উৎসব ও ফিল্ম বাজারে অনুদান পেয়েছেন নির্মাতারা। বর্তমানে এর চিত্রনাট্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শুটিং কবে নাগাদ হবে, কারা এতে অভিনয় করবেন, সে বিষয়ে কিছু জানাননি সংশ্লিষ্টরা।