Top Newsজাতীয়

ইসকনকে নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

মোহনা অনলাইন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লোগাগাড়া-সাতকানিয়ার ব্যানারে শিক্ষার্থীরা। হত্যার প্রতিবাদে এবং ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া’ এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গি’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে একজন দেশপ্রেমিক আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইসকন বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে। এমতাবস্থায় জল ঘোলা করে মাছ শিকারের তৎপরতা চালাচ্ছে ফ্যাসিবাদীর দোসর ও ভারতের দালালেরা। এই ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সফল হতে দিবে না।

ঢাবির আইন অনুষদের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘কে বা কারা অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে তা আমাদের কাছে স্পষ্ট। তারা কোনো মুসলমানকে হত্যা করেনি, হত্যা করেছে একজন সরকারি আইনজীবীকে। কোনো ধর্মীয় সংগঠনের এ ধরনের কাজ করা উচিত নয়। এই সংগঠনটি উগ্র হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। সনাতনিদের কোনোভাবেই ইসকনকে সমর্থন করা উচিত নয়।’

সনাতনিদের প্রতি আহ্বান জানিয়ে সাখাওয়াত জাকারিয়া আরও বলেন, ‘ইসকনের বিরুদ্ধেও আপনাদেরও আওয়াজ তোলা উচিত। ইসকন ও উগ্র হিন্দুত্ববাদকে নিষিদ্ধ করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সরকারি আইনজীবী হত্যার নজির নেই। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করা উচিত। তাদের অর্থায়ন কোথা থেকে আসে তা আমাদের খুঁজে বের করতে হবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button