বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অগ্রপথিক আইয়ুব বাচ্চু। বাংলাদেশের ব্যান্ড সংগীতে কেটে গেল আইয়ুব বাচ্চুহীন ছয়টি বছর। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। তবে ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে আবারও নতুন এক গানে শোনা যাবে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর কণ্ঠ।
আগামী ১ ডিসেম্বর ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে এই গিটার জাদুকরের আরেকটি অনবদ্য সৃষ্টি। শিরোনাম ‘ইনবক্স’। ভক্তদের জন্য এই আনন্দের সংবাদ নিয়ে এসেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন এই ব্যান্ডতারকা। তবে নানা কারণে প্রকাশ করেননি বা করার সুযোগ পাননি। সেই অপ্রকাশিত গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম গান ‘ইনবক্স’ প্রকাশ পাচ্ছে।
ব্যান্ড এলআরবির অফিসিয়াল ফেসবুক পেইজে সম্প্রতি এই ঘোষণা দেওয়া হয়েছে। এলআরবি সদস্যদের কাছে থেকে জানা গেছে, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও এবি কিচেনের হার্ডডিস্কে এমন অনেক গান আছে, যেগুলো এখনও অপ্রকাশিত। নন্দিত এই শিল্পী ও সংগীতায়োজক কখনোই কোনো অ্যালবামের জন্য নির্দিষ্টসংখ্যক গান তৈরি করেননি। অনেক গান তৈরির পর, সেখান থেকে বাছাই করা গান নিয়েই সবসময় অ্যালবাম সাজাতেন। বাকি গানগুলো থেকে যেত এবি কিচেনের হার্ডডিস্কে। সেই অপ্রকাশিত গানগুলো নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে এবি ফাউন্ডেশন। যার সূচনা হচ্ছে ‘ইনবক্স’ গানটি প্রকাশের মধ্য দিয়ে। নিয়াজ আহমেদ অংশুর লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু নিজে। ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।
‘ইনবক্স’ গানটি ১ ডিসেম্বর প্রকাশ করা নিয়ে এলআরবি সদস্যরা জানান, এক দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ও চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। এরপর প্রতি বছর এই দিনে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে ব্যান্ড ফেস্ট। পরবর্তী সময়ে এ দিনটিকে ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে পালন করার ঘোষণাও দেওয়া হয়। তাই দেশীয় ব্যান্ড সংগীতের এই বিশেষ দিনটি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান রিলিজের জন্য বেছে নেওয়া হয়েছে।
‘ইনবক্স’ গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। গানটির মিউজিক ভিডিও তৈরী করেছেন তানভীর তারেক।
এলআরবি ব্যান্ডের গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো চলতি বছর থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিভিন্ন কারণে সম্ভব হয়নি। অবশেষে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করছি বাকি গানগুলো প্রতিমাসে একটা একটা করে প্রকাশ করতে পারব। আর কেউ যদি অপ্রকাশিত গানগুলো স্পন্সর করতে চান তাদের স্বাগত। কারণ, গানগুলোর ভিডিও করতে অনেক অর্থের প্রয়োজন হয়। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।’