ময়মনসিংহ শহরের মাসকান্দায় বিসিক শিল্পনগরীতে একটি গুদামে অগি্নকাণ্ড ঘটেছে। দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো।
হেকেম বাংলাদেশের ময়মনসিংহ এরিয়া ম্যানেজার মামুন অর রশিদ বলেছেন, ‘‘ওই গুদামে কীটনাশক তৈরির উপকরণ ছিল। গুদামটি সব সময় তালাবদ্ধ থাকে। অগ্নিকাণ্ডে সময় সেখানে শুধু একজন দারোয়ান ছিল।’’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মতিউর রহমান বলেছেন, ‘‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’’
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনা, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।