বাংলাদেশ সনাতনীদের উপর অত্যাচারের নানান অভিযোগ নিয়ে এবার মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তিনি খুবই চিন্তিত জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশে পরিস্থিতি খুবই চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য খুবই চিন্তা হচ্ছে আমার।’
কঙ্গনা বলেন, ‘বাংলাদেশে সাধু ও সাধুদের অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। এটা উদ্বেগের বিষয়। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে এই নৃশংসতার বিরুদ্ধে এখানে কোনও প্রতিবাদ হচ্ছে না… । কেউ কিন্ত অল আইজ অন বংলাদেশ বলে সোশ্যাল মিডিয়াতেও কেউ পোস্ট করছেন না। এই বিষয়টাও চিন্তার।’
বাংলাদেশের শাসনভার বর্তমানে যাঁর হাতে রয়েছে, সেই মুহাম্মদ) ইউনূস যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেপ্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘উনি শান্তি নোবেল পেয়েছিলেন। অথচ উনি আসার পর থেকেই অশান্তি চলছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমি শুধু বলব, এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আমরা আছি। ওখানকার হিন্দুদের পাশে আমরা রয়েছি। জয় শ্রীরাম, এছাড়াও আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ জয়, উনিই ওঁদের রক্ষা করুন…।’
জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা দাবি করেছেন বাংলাদেশে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে হিন্দুদের জন্য। তার ভাষ্য অনুযায়ী, এখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এছাড়া কঙ্গনা প্রশ্ন তোলেন, ভারতে কেন এই বিষয়টি নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখছে না, কেউ আন্দোলন করছেন না। এ বিষয়টি আমাকে অবাক করেছে।’
কঙ্গনা আরও বলেন, আমি এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছি এবং বিশেষ করে সেখানে বসবাসরত হিন্দুদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। শ্রীকৃষ্ণ সকলকে রক্ষা করুন।’