প্রতিবছরের মত এবারও ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)। উৎসবে আসতে পারেন বলিউড তারকা শাবানা আজমি, জাভেদ আখতার, জয়া বচ্চন প্রমুখ। তবে এ তালিকায় এবার নেই বাংলাদেশের কোনো সিনেমা। এবার উৎসবে ১৮০টি সিনেমা দেখানো হবে।
কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই’।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এ বছর এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য দেশ–বিদেশের ২ হাজার ৪৬৯টি আবেদন আসে। এর মধ্য থেকে ১৭৫টি ছবি ও ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি প্রদর্শনের জন্য বাছাই করা হয়।
এবার এ উৎসবে শতবর্ষের সম্মান জানানো হবে পরিচালক তপন সিনহা, মার্লোন ব্রান্ডো, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, বংশীচন্দ্র গুপ্ত, সংগীতশিল্পী মহম্মদ রফি, তালাত মাহমুদ, মদন মোহন প্রমুখ ব্যক্তিত্বকে। বিশেষ সম্মান প্রদান করা হবে কুমার সাহানি, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে। এবার এই উৎসবের ফোকাস কান্ট্রি ফ্রান্স। আসছে ফ্রান্সের ২১টি ছবি।
এবারও এ উৎসবে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা/অভিনেত্রীর জন্য থাকছে পুরস্কার। নেটপ্যাক বিভাগে থাকছে সেরা ছবির জন্য রয়েল বেঙ্গল টাইগার পদক। এবার অংশগ্রহণকারী ছবিগুলো এসেছে ২৯টি দেশ থেকে। আর এই ছবিগুলো দেখানো হবে কলকাতার ২০টি পেক্ষাগৃহ ও মিলনায়নে।