বিনোদন

অপুর নতুন লুকে, চমকে গেলেন পূজা চেরিও!

মোহনা অনলাইন

কিছুদিন পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনও নিত্য নতুন লুকের ছবি আবার কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে তুমুল আলোচিত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নানান সময়ে নায়িকাকে ভিন্ন লুকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হলো না।

কিছুদিন আগে নতুন মেকওভারে ধরা দিয়েছিলেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা। এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন ‘নীলপরী’ বলে। কিন্তু শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা! সম্প্রতি কিছু ছবি অপুর টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু বিশ্বাস।

নায়িকার পরনে ছিল সাদা স্যালোয়ার। তবে ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন, ‘নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।’ আবার একজন লেখেন, ‘পরী!’। আরেক নেটিজেন লেখেন, ‘এত সুন্দর কেন দিদি আপনি?’

অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন তাক লাগায়, একইসঙ্গে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, ‘ইসসস! কি সুন্দর! দিদি’

পূজার মন্তব্যের উত্তরটিও খুব আদুরেভাবে দেন অপু বিশ্বাস। লেখেন, ‘তোমার মতো না হানি’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button