বিনোদন

নিউ ইয়র্কে বিভিন্ন সাজে ঘুরে বেড়াচ্ছেন মিম!

মোহনা অনলাইন

অনেকদিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিমকে। মাঝে  শ্যুটিং নিয়ে তার ব্যস্ত থাকার কথা শোনা গেলেও এই মুহূর্তে কাজ থেকে সরে ছুটিতেই আছেন মিম।

সম্প্রতি মার্কিন মুলুকে স্বামী সনি পোদ্দারকে নিয়ে একান্ত সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন মিম। তরে এর আগে বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়ালেন নায়িকা। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর থেকে নিজেকে ধরা দেন মিম। ম্যানহাট্টান, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে অবকাশযাপন করেন তিনি।

শোনা যাচ্ছে, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই নাকি ছিল মিমের যুক্তরাষ্ট্র সফর। তবে সে বিষয়ে সামাজিক মাধ্যমে মিমকে কিছু বলতে না দেখা গেলেও তার টাইমলাইন ভর্তি ছিল নিজের অবকাশ যাপনের মুহূর্ত ঘিরেই।

সবশেষ টুইন টাওয়ার মেমোরিয়াল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিম। সেখানে লং জ্যাকেট পরে, শীতের পোশাকে নিজের সাজ আশাকের সৌন্দর্য ফুটিয়ে তোলেন মিম। চোখে ছিল রোদচশমা, ঠোঁটে লাল লিপস্টিক- যা আরও আকর্ষণীয় করে তোলে মিমকে। জ্যাকেটের ভেতরে সম্ভবত কালো-আকাশি গাউন পরা ছিল বলে দৃশ্যত হয়।

ছবি: সংগৃহীত

এছাড়াও মিমের শেয়ার করা একটা ভিডিও দেখা যায়, নিউ ইয়র্কে বিভিন্ন সাজে, ভঙ্গিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। হেঁটে বেড়াচ্ছেন রাস্তায়, পার্কের ফুটপাতে। কখনও বেঞ্চে বসে ছবি তুলছেন, আবার কখনও মিল্কশেক পান করে তার স্বাদ বোঝানোর চেষ্টা করছেন। শপে শপে ঘুরে শো-পিস এর মতো জিনিস দেখছেন, আবার শপিং মলেও পা রাখছেন।

ছবি, ভিডিওগুলো নেটমাধ্যমে ছড়াতেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। আসলে মিমকে বিভিন্ন এলাকা থেকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন তার ভক্তরা; ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন তারা।

উল্লেখ্য, সম্প্রতিই ‘দিগন্তের ফুলের আগুন’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন মিম। সে হিসেবে সিনেমার কাজ এখন কমই মিমের। তবে মডেলিং ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ব্যস্ততা এই নায়িকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button