সামাজিক যোগাযোগমাধ্যমে ও গণমাধ্যম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তুজা হায়দারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে এর শুনানি হবে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসিকিউশন বলছে, “যে সব ‘হেইট স্পিচ’ দিচ্ছেন সরকার তা বন্ধেই এ আবেদন করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে।
উল্লেখ্য, ভারতে অবস্থানরত শেখ হাসিনা কয়েকদিন ধরে সামাজিক যোগোযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটূক্তি করছেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।