Top Newsজাতীয়

পুলিশ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মোহনা অনলাইন

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল আহসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু কমিটির অনুমোদন দেন। কমিটির উপদেষ্টা হিসেবে পাঁচজনকে রাখা হয়েছে।

জানা গেছে, গত ৮ নভেম্বর পুলিশ অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন হয়। কমিটি এখন ৩১ সদস্য বিশিষ্ট হয়েছে।

কমিটিতে কারা কি দায়িত্বে:

এদিকে পুলিশ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হয়েছেন সবুজবাগ থানার ওসি ইয়াছিন আলী। যুগ্ম-সম্পাদক হিসেবে কমিটিতে রয়েছেন- কলাবাগান থানার ওসি মো. মোক্তারুজ্জামান, মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ, চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর (পলাশ), মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, র‍্যাব সদরদপ্তরের পরিদর্শক আশিকুর রহমান।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন গাজীপুর পিবিআইয়ের মো. সালউদ্দিন, দপ্তর সম্পাদক এসবির পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নৌ পুলিশের পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিবির পরিদর্শক মো. হাসান আলী, সমাজ কল্যাণ সম্পাদক ডিএমপি সদরদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসবির পরিদর্শক এরশাদ হোসেন, ক্রীড়া সম্পাদক ডিএমপির পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন- এসবির পরিদর্শক শাহজাদী কুঞ্জেনুর কলি, আইন বিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো. আসাদুজ্জামান।

নির্বাহী সদস্য:

ডিএমপির আরওআই মো. রাজ্জাকুল ইসলাম, ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক এস এম জায়িদ আরিফ, বাংলাদেশ সচিবালয়ের পরিদর্শক মো. আব্দুল কাদের, ডিএমপির এসআই মীর সাব্বির আলী, ডিএমপির সার্জেন্ট মো. কৌশিক মাহমুদ, ডিএমপির এএসআই মোসা. আলেয়া বেগম, পুলিশ সদর দফতরের কনস্টেবল রুবেল সরকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button