বিনোদন

বিচ্ছেদ জল্পনায় ইতি! পার্টি মুডে ঐশ্বর্য-অভিষেক

মোহনা অনলাইন

ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে নানা আলোচনা চারিদিকে। তারই মাঝে সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। এই অনুষ্ঠান তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তাঁদের দু’জনের এই ছবি বিবাহ বিচ্ছেদকে অনেকাংশে গুজবে পরিণত করেছে বলা চলে।

অভিষেক এবং ঐশ্বর্যকে বৃহস্পতিবার রাতে আয়েশা ঝুলকা, অনু রঞ্জন এবং অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে পোজ় দিতেও দেখা গিয়েছে। সেখানে ঐশ্বর্যর মা বৃন্দা রাইও উপস্থিত ছিলেন। চলচ্চিত্র পরিচালক অনু রঞ্জন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে ঐশ্বর্যকে একটি সেলফি তুলতে দেখা গিয়েছে এবং সঙ্গী অভিষেক এবং তাঁর মা বৃন্দা। ছবির ক্যাপশনে লেখা, ‘অনেক ভালোবাসা।’ এই পার্টিতে সচিন তেন্ডুলকর, তুষার কাপুর-সহ অন্যান্য সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন।

কয়েক সপ্তাহ আগে ঐশ্বর্য এবং অভিষেকের কন্যা আরাধ্যার ১৩তম জন্মদিনও একসঙ্গে উদযাপন করেন। প্রাথমিকভাবে নেটিজ়েনদের মনে হয়েছিল, অভিষেক তাঁর মেয়ের জন্মদিনের পার্টিতে যোগ দেননি। কিন্তু পরে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায় তাঁরা ওইদিন একসঙ্গেই ছিলেন।

অভিষেক ও ঐশ্বর্যর মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি, অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, ‘আমি পরিবার নিয়ে খুব কম কথা বলি। কারণ এটি আমার ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করি। তবে কোনও জল্পনাকে যাচাই না করে অনুমানের ভিত্তিতে রটিয়ে দেওয়া সঠিক কাজ নয়।

১৭ বছর আগে বিয়ে করেন বলিউডের এই তারকা জুটি। অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়েছিল ২০০৭ সালে। ২০১১ সালে তাঁদের কন্যা আরাধ্যার জন্ম হয়। তবে বেশ কিছুদিন তাঁদের নিয়ে সম্পর্ক ভাঙার নানা আলোচনা চলছে চারিদিকে। তারই মাঝে এমন ছবি অনেক নিন্দুককে দেওয়া জবাব বলা চলে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button