Top Newsখেলাধুলা

১৮১.৬ কিলোমিটার গতিতে সিরাজের বোলিং

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ঘণ্টায় ১৮১.৬ কিলোমিটার গতিতে বল করেছেন নেট দুনিয়ায় হৈ-চৈ পড়েছে। যদিও নেটিজেনদের বেশিরভাগই সেটি নিয়ে কৌতুকে মেতেছেন। আদতে ভুলটা করেছে বলের গতি নির্ণয়কারী প্রযুক্তি স্পিডোমিটার।

প্রযুক্তিগত সেই ভুলের পর সিরাজ বিশ্বের সবচেয়ে গতিময় পেসার বলে ঠাট্টায় মাতেন ক্রিকেটভক্তরা। অনেক সংবাদমাধ্যমও সেটিকে বিশ্বরেকর্ড বলে নিজেদের শিরোনাম বানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ঘণ্টায় ১৬১.৩ (১০০.২৩ মাইল) কিলোমিটার গতিতে বল করার রেকর্ড রয়েছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের। ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড গড়েন।

স্পিডমিটার বা স্পিডগানের ভুলে সিরাজ সেই রেকর্ডের চেয়েও আরও অনেক দূর এগিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছিলেন। ফলে টিভি স্ক্রিনেও সিরাজের বলের গতি সেটাই দেখায়। সেই ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই হাসির রোল পড়ে যায়। যা নিয়ে কেউ কেউ মজার মিমও শেয়ার করেছেন। ভারত-অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ১০ ওভার বোলিং করে তিনটি মেডেনসহ ২৯ রান দিয়েছেন সিরাজ। বিনিময়ে ছিলেন উইকেটশূন্য।

তার বলে ১৮১ কিলো. গতি নিয়ে সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায়। কেউ লিখলেন, সবার সামনে উপস্থিত হচ্ছেন বিশ্বের দ্রুততম বোলার। কেউ আবার মজা করেছেন– ‘ভিভ রিচার্ডসের পর এবার শোয়েব আখতারের মতো পারফরমেন্সও তিনি দেখাতে চাইছেন’ ‍উল্লেখ করে। সিরাজের সেই বলের গতি আসলে কত ছিল সেটি আর জানা যায়নি।

প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৮৬ রান সংগ্রহ করে। আজ (শনিবার) দ্বিতীয় দিনে নেমে তারা ভারতের রান পেরিয়ে লিড নিয়েছে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বোলিং তোপে (৬ উইকেট) মাত্র ১৮০ রানেই অলআউট হয়ে যায় রোহিত শর্মার দল। তবে পার্থে প্রথম টেস্ট জিতে তারা সিরিজে এগিয়ে রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button