সিরিয়ার সরকার দক্ষিণ শহর দারার নিয়ন্ত্রণ হারিয়েছে : মনিটর
সিরিয়ার সরকার শুক্রবার দক্ষিণের শহর দারা এবং প্রদেশের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে, যা দেশটির ২০১১ সালের বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, যুদ্ধ পর্যবেক্ষক মনিটরের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘সরকারি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার করায় `স্থানীয় দলগুলো দারা প্রদেশের আরও বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে এবং দারা শহরসহ প্রদেশের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে।’
এদিকে টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে জানায়, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বৃহস্পতিবার একটি সামরিক পর্যালোচনায় অংশ নেন। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে যেকোনও হুমকি প্রতিহত করতে আমরা প্রস্তুত। ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা এক সপ্তাহের মধ্যে সিরিয়ার আলেপ্পো ও হামা দখল করেছে। বৃহস্পতিবার হামা দখলের পর বিদ্রোহীরা আরও দক্ষিণে হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কৌশলগত সুবিধা দিয়েছে।
বিদ্রোহীদের দাবি, তারা হোমসের জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল-জোলানি বলেছেন, সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে বিদ্রোহীরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে অনেকেই বিদ্রোহীদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান।