ময়মনসিংহের তারাকান্দায় ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। এর মধ্যে ২ জন ঘটনাস্থলে এবং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারাকান্দা-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা একই পরিবারের সদস্য। তারা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুইজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, নেত্রকোনা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তখন বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনা যাওয়ার পথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।‘