জয়া আহসান মানেই আকর্ষণের জাদু। তার এই আকর্ষণীয় জাদু ও সাবলীল অভিনয়ের জন্য সিনেপ্রেমীদের হৃদয় ছুঁয়েছেন জয়া। তাই ঢালিউডের পাশাপাশি পর্দা কাঁপিয়েছেন টালিউড ও বলিউডেও।
এ বছর যেন কিছুটা কমই দেখা গিয়েছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। তবে জয়া এবার তার সাজ-আশাকের নতুন নতুন ফিউশন নিয়ে এবার চর্চাটা ছিল বেশি। বছর জুড়ে তাঁর বিভিন্ন ফটোশ্যুট আর অনুষ্ঠানের আকর্ষণীয় নানা লুক তারপরেও ছিল আলোচনায়। শাড়ির সাজে সম্প্রতি ঝড় তুলেছেন তিনি একাধিকবার। ভোগ ইটালিয়াতে ফিচার করা হয়েছে তাঁর রাজা রবি বর্মার পেইন্টিং থেকে অনুপ্রাণিত লুক। বছরে নানা সময় শাড়ির আবেদনময় লুকে দেখা গিয়েছে এই সুন্দরী আর বয়সকে হার মানানো অভিনেত্রীকে। সেই সঙ্গে ছিল কিছু ওয়েস্টার্ন আর ফিউশন লুক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা-সমালোচনার তুঙ্গে ছিলেন তিনি। কারণ জয়া জামদানি শাড়িতে ধরা দিলেও তা পরার ধরনটি ছিলো একেবারেই আলাদা। জানা গেছে, জয়ার এই শাড়ি তৈরি করতে প্রায় ৬ মাস লেগেছে। ব্যতিক্রমী ড্রেপিংয়ে জামদানির এই লুক জয়ার এ বছরের সবচেয়ে আলোচিত সাজপোষাক বলা যায়। তবে এভাবে বক্ষ উন্মুক্ত স্টাইলে জামড়ানি পরাকে অনেকে প্রগ্রেসিভ মনে করলেও কেউ কেউ তা মেনে নিতে পারেননি। তারা তিব্র সমালোচনা করছেন জয়ার।
কাজের ক্ষেত্রে বলতে গেলে, এবছর কয়েকটি চলচ্চিত্র ও ওটিটিতে কাজ করেছেন জয়া। তার মধ্যে টালিউডের ছবিও রয়েছে। এরই মধ্যে মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন ছবি ‘নকশী কাঁথার জমিন’। শুক্রবার (২৭ ডিসেম্বর) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে লেখা এই সিনেমাটি।
২০২৪ সাল কেমন কেটেছে সে প্রসঙ্গে জয়া বলেন, ‘২০২৪ এ অভিনয় করেছি ভালো মন্দ মিলিয়ে। এ বছর বাংলাদেশের সবাই যেমন ছিল, তেমনই ছিলাম। তাই সব মিলিয়ে ২০২৪ খারাপ কাটেনি। আর হ্যাঁ, ২০২৪ এর শেষেই মুক্তি পাচ্ছে আমার ছবি নকশীকাঁথার জমিন। সেটা একটা খুবই বড় পাওনা, বোনাস পাওনা; কারণ বিজয়ের মাসে ২৭ ডিসেম্বর আসছে ছবিটি। সে জন্য ভালো লাগছে। আর এই ভালো মন্দ মিলিয়ে ২০২৪ কেটেছে।’