বিনোদন

চট্টগ্রামে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ অভিনেত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তল্লাশি করে টিভি অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকার সোনা জব্দ করা হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যৌথভাবে তল্লাশি করে তাদের আটক করে।

আটক অভিনেত্রী অনামিকা জুথী ঢাকার মিরপুর ১ নম্বর সেক্টরের ডি ব্লকের ৯ নম্বর রোডের ১০ নম্বর ভবনের আবুল হোসেনের মেয়ে। আটক অপরজন চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক দুজনের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪৩ গ্রাম হাতের চুড়ি, চেইন এবং বাকি ১৯০ গ্রাম সোনার গহনা। এর বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা। দুজন ঢাকার যাত্রী ছিলেন। দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইটে তারা চট্টগ্রাম পৌঁছান। এরপর গোপন তথ্যে তাদের আটক করে ঘোষণা বর্হিভূত সোনাগুলো উদ্ধার করা হয়।

অনামিকা দুই হাতে স্কচটেপ দিয়ে চুড়ি ও গলায় চেইনগুলো বহন করছিলেন। আর স্বর্ণালংকারগুলো তারা হাতব্যাগে নিয়েছিলেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, অনামিকা টিভি নাটকের একজন অভিনেত্রী। তিনি ও আটক রায়হান নিয়মিত মধ্যপ্রাচ্যে আসা-যাওয়া করেন। এভিয়েশন রুল অনুযায়ী তাদের আটকের পর নির্ধারিত গন্তব্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ফ্লাইটেই পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button