জাতীয়

এনডিএফ বিডি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শফিক রেহমান

দিনভর নানা আয়োজনে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে বিকেল ৩ টায় এনডিএফ বিডি কোর ৩.০ ডিবেট-এর ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ (বাংলাদেশ) আগে সংস্কার পরে নির্বাচন নীতিতে বিশ্বাস করে’। ফাইনাল বিতর্কে বিজয়ী হয়েছে ময়মনসিংহ অঞ্চলের দল- টিম আনাস এবং রানারআপ হয়েছে ঢাকা অঞ্চলের সরকারি তিতুমীর কলেজের দল- টিম শহীদ রিয়া। জুলাই বিপ্লবের শহীদদের নামে বিতর্ক প্রতিযোগিতার দলের নামকরণ করা হয়। বিতর্কটিতে স্পিকারের দায়িত্ব পালন করেন ওসামা বিন রাশেদ।

এনডিএফ বিডি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শফিক রেহমান
এনডিএফ বিডি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শফিক রেহমান

বিকেল ৪ টায় বিতার্কিক সম্মিলন ও ২২ বছরের পথ চলার অনুভূতি প্রকাশ ও উদযাপন এবং সন্ধ্যা ৫ টায় বর্তমান ও অ্যালামনাইদের প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্কের বিষয় ছিল ‘সোশ্যাল মিডিয়া ভাগ্যউন্নয়ন নয় ,কেবলই প্রলোভন’। অ্যালামনাই বিতার্কিকদের মধ্যে ছিলেন জুডোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাজন, এনডিএফ বিডির প্রতিষ্ঠাতা সাবেক মহাসচিব মোসাদ্দেক হোসেন ও সাবেক কো-চেয়ারম্যান ড.কুদরত এলাহী এবং বর্তমান সদস্যরা। বিতর্কে বিপক্ষ দলে ছিলেন সোহাগ আন নাফিজ ,দৃষ্টি ও ইউনুস ফারাবি।

বিতর্কটিতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র কো-চেয়ারম্যান ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মাহবুব হাসান রিপন।

এরপর সন্ধ্যা ৬ টায় দেশের খ্যাতনামা প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে তরুণদের ‘তারুণ্য ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক আলাপচারিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টায় কেক কাটার মাধ্যমে এনডিএফ বিডি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংগঠনটির চেয়ারম্যানের জন্মদিন উদযাপন করা হয়। এসময় বৈষম্যবিরোধী যুক্তিবাদী সমাজ বিনির্মাণের বাইশ বছরের পথ চলার উপর প্রামাণ্য চিত্র দেখানো হয়।

পরে অ্যালামনাইদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।অনুষ্ঠানে টেক ফাইল বিডির এডভাইসর ও ওয়ালমার্ট হংকং-এর ডিরেক্টর সোর্সিং ক্রিস ডে, চ্যানেল আই এর জ্যৈষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুরজামান রনি, মোহনা টেলিভিশনের সিইও ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট, ওয়ালমার্ট বাংলাদেশের হেড অব অপারেশন বিল্লাহ মোস্তায়িম ও এনডিএফবিডি উপদেষ্টা মন্ডলীর সদস্য দিলরুবা আরা রব, মোডা ইতালিয়ানার ব্যবস্থাপনা পরিচালক ই জেড মাসুদুর রহমান শিমুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ বিডির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান একেএম শোয়েব উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button