বিনোদন

‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

মোহনা অনলাইন

মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় টিভি সিরিজ ছিল  ‘৪২০’।  বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাঙ্গ করে তিনি বানিয়েছিলেন টিভি সিরিজ ‘৪২০’। ২০০৭ সালের জনপ্রিয় এই টিভি সিরিজটি। ওই সিরিজ থেকেই মূলত খ্যাতি পান নির্মাতা ফারুকী ও অভিনেতা মোশাররফ করিম। প্রায় ১৬ বছর পর আসছে ‘৪২০’ সিরিজের সিক্যুয়েল ‘৮৪০’।

এ নাটকের মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়। যেমনটা এর আগে এভাবে সম্ভব হয়নি।

‘৪২০’ নাটকের গল্পে দেখা যায় দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। এক সময় দু’জন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণ-অলংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায় ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

৬ ডিসেম্বর শুক্রবার ফারুকী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, গত বছর ঠিক এই সময়ে আমরা শুট করছিলাম ৮৪০! সময়টা মনে রাখা জরুরি নানা কারণে। আজ সন্ধ্যা সাতটায় ট্রেলার আসছে, সম্পূর্ন দেশি মসলায় নির্মিত ৮৪০’র ট্রেলার! এক্সাইটেড! যেহেতু ট্রেলারের আগে শুটিংয়ের ফুটেজ রিলিজ করতে পারছি না, সেজন্য নওগাঁ-রাজশাহীতে কাটানো দিনগুলাতে শুটিংয়ের ফাঁকে আমরা কী করতাম, সেটার একটা ভিডিও শেয়ার করলাম।’

জানা গেছে, সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্ড দেখানো হয়েছে ‘৮৪০’-এ। গোপন সূত্রে জানা গেছে, এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আগস্ট মাসে ছবিটি নিয়ে ধারণা দিতে গিয়ে ফেসবুকে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম যে, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে, এটা কোন সাহসে বানালাম?’

ফারুকীর ‘৮৪০’ কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button