Top Newsজাতীয়

বেগম রোকেয়া দিবস আজ

মোহনা অনলাইন

পিতৃতান্ত্রিক আর আধিপত্যবাদী সমাজে মেয়েদের মাথা তুলে দাঁড়ানোর অধিকার ছিলোনা।কিন্তু এই সমাজে মেয়েরাও নিজের অধিকারের কথা বলবে স্বপ্ন দেখবে, নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থে এমন স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

আজ ৯ ডিসেম্বর রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রোববার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত ‘সুলতানার স্বপ্ন’ পাঠ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সুলতানার স্বপ্ন অডিওবুক উদ্বোধন করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ রোকেয়া দিবস উপলক্ষ্যে ‘বেগম রোকেয়া পদক’ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। এ বছর ‘বেগম রোকেয়া পদক’ পাচ্ছেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ। চার দশকেরও বেশি সময় ধরে দাবা খেলছেন তিনি। রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

এদিকে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার রংপুরে বাংলা একাডেমি আলোচনা সভার আয়োজন করবে। জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে এ আলোচনা সভা হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা এতে প্রবন্ধ উপস্থাপন করবেন।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনায় অংশ নেবেন তারাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ আই এম মুসা ও রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন সুজন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button