বিনোদন

জয়ার সঙ্গে অভিনয় করতে চান মনোজ প্রামাণিক

মোহনা অনলাইন

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘নকশী কাঁথার জমিন’ বছর শেষে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির আগেই বুধবার (২৫ ডিসেম্বর) ছিল নকশী কাঁথার জমিন-এর প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা।

তাদেরই একজন অভিনেতা অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামানিক। অভিনয়শিল্পীদের সঙ্গে বসে জয়ার সিনেমা উপভোগ করার পর নিজের মনের সুপ্ত বাসনার কথা জানিয়েছেন তিনি। একজন অভিনয় করেন দেশে বিদেশী নানা ধরণের চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টে। আরেকজন দেশের নাটক ও ওটিটি কনটেন্টে। পাশাপাশি করেন শিক্ষকতা। তবে একসঙ্গে তাদের সিনেমা করা হয়নি আগে। এবার আগ্রহ জানিয়ে পোস্ট দিলেন অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামানিক।

ছবির প্রিমিয়ার শেষে এক ফেসবুক স্ট্যাটাসে জয়ার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। যেখানে তিনি লেখেন, ‘জয়া আহসানের সাথে একটা সিনেমায় অভিনয় করতে চাই।’

এরপর সিনেমর প্রশংসায় তিনি বলেন, দারুন আরেকটা সিনেমা দেখলাম আজ। আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’। একটি পরিবার, একটি দেশ, একটি ইতিহাস, একটি গল্প। অভিনয়ে যারা আছেন তাদেরকে ছবিতে দেখেই বুঝতে পারছেন। প্রথম মূহুর্ত থেকেই মন কেড়ে নিয়েছেন তারা। একবারও অন্য দিকে যায় না মনোযোগ। কী সাবলীল পরিচালক আকরাম খানের গল্প বলার ধরণ। কোনো তাড়া নেই কিন্তু গল্প এগিয়ে চলছে। বরকত হোসেন পলাশের এর নিখুঁত দৃশ্য ধারণে মুগ্ধ হলাম আবারো। প্রতিটি শট যেমন সুন্দর তেমনি গল্প বলে নিপুণভাবে। টিমকে শুভকামনা। চলেন সবাই মিলে দেখি সিনেমাটা।

জয়া অভিনীত নকশী কাঁথার জমিন মুক্তি পাবে আগামীকাল। বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি। প্রায় নয় মাস আগে এসেছিল তার সবশেষ সিনেমা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
bn Bengali en English