বিনোদন

৯ মাস আগের দ্বন্দ্ব নিয়ে বুবলিকে যা বললেন পরীমনি!

মোহনা অনলাইন

বর্তমান প্রজন্মের দুই আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি ও শবনম বুবলী। চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল-যুদ্ধে মেতে ওঠেন। বুবলী তার পুত্র বীরের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। মূলত, এই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বের সূচনা।

 দীর্ঘ ৯ মাস পর বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন পরীমণি। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ খোলামেলা কথা বলেন এই নায়িকা। পরীমণি বলেন, আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন!

এই নায়িকা আরও বলেন, বুবলীর বোনকে তো আমি চিনতামই না। তার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত।

তিনি বলেন, আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।

এ সময় অপুকে নিয়ে নায়িকা বলেন, অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button