বিনোদন

‘৮৪০’ দেখতে এসে যা বললেন দুই উপদেষ্টা

মোহনা অনলাইন

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় এই বিশেষ শো।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহাখালীস্থ মাল্টিপ্লেক্সে আয়োজিত প্রিমিয়ারে দর্শক সারিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের দুই তরুণ উপদেষ্টাকে।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘শুরু থেকেই আমাদের লড়াই চলছিল। আমরা সবেমাত্র সেই লড়াইয়ের একটা ধাপ পাড় করলাম। মাঠের লড়াইটা সাময়িক সময়ের। কিন্তু যেটা দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের “৪২০” নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। আমাদের আগামীর সার্বজনীন সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।’

উল্লেখ্য, ‘৮৪০’ এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে গত শুক্রবার রাতে মুক্তি পায় ট্রেলারটি। যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শোরগোল দর্শকদের মাঝে।

ফারুকী আগেই জানিয়েছিলেন, একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ হতে যাচ্ছে ‘৮৪০’। যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন- ‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন?’ সে থেকে ট্রেলার দেখে দর্শকেরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে।

‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তাদের প্রায় সকলেই এদিন প্রিমিয়ারে অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button