বিনোদন

স্কুটি দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ!

মোহনা অনলাইন

শুটিং করতে গিয়ে একসঙ্গে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  আজ দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে এই ঘটনা ঘটে। সেখানে একটি একটি ওয়েবফিল্মের শুটিং করছিলেন তারা।

জানা গেছে শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটে।

তবে অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। সাইদুর রহমান পাভেল খানিকটা বেশি আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্মাতা কাজল আরেফিন অমি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই রখন সম্পূর্ন সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার কাজে ফিরতে পারব।

সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button