Top Newsজাতীয়সংবাদ সারাদেশ

জয়দেবপুর-ঢাকা রুটে উদ্বোধন হল দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিস

মোহনা অনলাইন

উদ্বোধন করা হয়েছে গাজীপুর-ঢাকা রেল রুটে দুই জোড়া কমিউটার ট্রেন। আজ রোববার সকাল ৭টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান।

আজ সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর রেল জংশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

উপদেষ্টা ফাওজুল করিম খান বলেন, বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করব।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগের পরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা-গাজীপুর রুটে ৪ জোড়া ট্রেন চালু করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রেনগুলোর মধ্যে তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ৫টা আর জয়দেবপুর পৌঁছানোর সময় সকাল ৬টা। বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে আর জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। আবার জয়বেদপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল সাড়ে ৬টায় আর ঢাকা পৌঁছাবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে। আর জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে ৭টা ১০ মিনিটে ও ঢাকায় আসবে ৮টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এই ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা ১১টায় ও পৌঁছাবে দুপুর ১২টায়। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। একই স্টেশনে বিরতি দিয়ে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর ছাড়বে দুপুর সাড়ে ১২টায় ও ঢাকায় আসবে বেলা ১টা ৪০ মিনিটে।

অন্যদিকে তুরাগ কমিউটার সকাল ৫টা ২০ মিনিটে জয়দেবপুর ছাড়বে ও ঢাকায় আসবে সকাল ৬টা ৪০ মিনিটে। আবার ঢাকা ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে ও জয়বেদপুর পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে। তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও জয়দেবপুর কমিউটারের শনিবার। এই ট্রেনগুলোর টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, গাজীপুর থেকে যে সকল যাত্রী ঢাকায় গিয়ে অফিস করে থাকেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। আগামী ২৬ মার্চ ঢাকা-নরসিংদী, নরসিংদী- ঢাকা এবং ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে।  যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে এই দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। যারা ঢাকা থেকে গাজীপুর অথবা গাজীপুর থেকে ঢাকায় গিয়ে নিয়মিত অফিস করে থাকেন তাদের জন্য এ সার্ভিসটি অনেক স্বস্তিদায়ক হবে। এতে গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করতে পারবেন যাত্রীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button