বিনোদন

রেড সি’র সেরা পুরস্কার গেল তিউনিসীয়ায়, পেল এক লাখ ডলার

মোহনা অনলাইন

লোহিত সাগর পারের শহর সৌদি আরবের জেদ্দায় বিগত ১২টি দিন মেতে উঠেছিল বিশ্ব সিনেমার জাকালো উৎসব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার জিতেছে তিউনিসিয়ার সিনেমা ‘রেড পাথ’। এটি পরিচালনা করেছেন লটফি আচৌর। পুরস্কার হিসেবে সেরা এই সিনেমা পাচ্ছে এক লাখ ডলার।

‘রেড পাথ’ সিনেমায় তিউনিসিয়ার প্রত্যন্ত অঞ্চলের রহস্যময় একটি গল্প সিনেমায় তুলে ধরা হয়েছে। গ্রামের দুই কিশোর পাহাড়ে মেষ চড়াতে যায়। যেখানে দুই কিশোর নানা গল্পে, হাসি–ঠাট্টায় প্রতিদিনের মতো মেতে ওঠে। এর মধ্যে হঠাৎ করেই তাদের ওপর একদল লোক আক্রমণ করে। মুহূর্তেই যেন হারিয়ে যায় তাদের হাসি। এই দুই কিশোরের নাম আশরাফ ও নাজির।
আক্রমণকারীরা নাজিরের ওপর বেশি অত্যাচার চালায়, যা নাজিরের পরিবারের জন্য ভয়ংকর এক বার্তা নিয়ে আসে। সিনেমাটি এর আগে লোকার্ন চলচ্চিত্র উৎসবে মূল শাখায় প্রতিযোগিতা করে। এর আগে ভ্যানকুভার ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতেছিল।
এবারের রেড সি চতুর্থ উৎসবে প্রথমবারের মতো প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় বাংলাদেশের সিনেমা সাবা। উৎসবে অংশ নিয়েছিলেন পরিচালক মাকসুদ হোসাইন ও প্রধান চরিত্রের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে সিনেমাটি কোনো পুরস্কার পায়নি। উৎসবে প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি। ৫ তারিখে শুরু হয়ে উৎসবটি শেষ হয় ১৪ ডিসেম্বর।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button