বিনোদন

‘কান্ট ওয়েট টু সি ইউ ইন বিগ স্ক্রিন’: জয়া

মোহনা অনলাইন

ডিসেম্বরের শেষান্তে এক সপ্তাহের ব্যবধানে সিনেমা হলে আসছেন জনপ্রিয় দুই তারকা জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী। দুই নায়িকাই এখন তাদের আসন্ন সিনেমা নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। একজন আরেকজনকে শুভকামনা জানাতেও ভুলেননি।

আর দুই দিন পর অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর। তার মাত্র এক সপ্তাহ পর অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত এক মহাকাব্যিক গল্পের এই সিনেমা দিয়ে প্রায় দীর্ঘ নয় মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া আহসান।

সম্প্রতি জয়া নিজের ফেসবুক পেজে তার সিনেমার পোস্টার ও টিজার শেয়ার করেছেন। সেখানে এক পোস্টে মন্তব্য করে জয়া আহসানের সিনেমার জন্য শুভকামনা জানান মেহজাবীন। সেখানে তিনি লিখেন, ‘বেস্ট উইশেস আপু’। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। সেই মন্তব্যের উত্তরে জয়া আহসান জানালেন, তিনি মেহজাবীনকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন। লিখলেন, ‘কান্ট ওয়েট টু সি ইউ ইন বিগ স্ক্রিন’, যার অর্থ দাঁড়ায়- তোমাকে বড় পর্দায় দেখার তর সইছে না।

অন্যদিকে ‘নকশী কাঁথার জমিন’-এ জয়া আহসান ছাড়াও তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি প্রমুখ।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button