‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলেছে আমাদের সকলের প্রিয় ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এবার সামনে এল সিনেমায় পরীমণির লুক; যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য।
সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।পোস্টারের ক্যাপশনে লেখেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’
পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে পরীর এমন লুক দেখে তার ভক্তরা খুব খুশি। একজন মন্তব্য করেছেন, ‘শুভকামনা রইলো। অপেক্ষায় আছি!’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও’। অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে পরী।’
সিনেমাটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শ্যুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।
‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। আর ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট এবং প্রযুক্তির সাথে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমণি।