বিনোদন

ট্রলের শিকার শাহরুখ পত্নী গৌরী!

মোহনা অনলাইন

বলিউড বাদশা শাহরুখ পত্নী গৌরী খানের ইন্টিরিয়র ডিজ়াইন বলিউডের বহু তারকার অন্দরমহল সাজিয়ে তুলেছে। সম্প্রতি তিনি নতুন একটি ওয়েবসাইট চালু করেছেন। একইসঙ্গে ঘোষণা করেছেন দিল্লিতে ‘গৌরী খান ডিজ়াইনার সেন্টার’ও খুলবেন তিনি।

আর সেখানে প্রচারের জন্য তৈরি করা ভিডিয়ো এবং ফোটোশুটের কিছু মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। গৌরীকে দেখে অনেকেরই মনে হয়েছে বোটক্স করিয়েছেন তিনি। এমন চেহারার পরিবর্তন দেখে শাহরুখ-পত্নীকে নিয়ে নানা মতপ্রকাশও করেছেন ভক্তরা। অনেকেই বলছেন, এসব না করলেও চলত। আগেই দেখতে ভালো লাগত গৌরীকে।

অভিনেতা-অভিনেত্রীরা চেহারায় পরিবর্তনের জন্য মাঝেমধ্যেই নানা পন্থার অবলম্বন করে থাকেন। বোটক্স তাঁদের কাছে খুবই সাধারণ একটা বিষয়। তাই গৌরীর ক্ষেত্রেও খুব সহজেই বিষয়টিকে বোটক্স বলেই ধরে নিয়েছেন নেটিজ়েনরা। আর তা নিয়ে চলছে ট্রোলিংও।

একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গৌরীর বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। এবং পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘গৌরীকে খুব অন্যরকম দেখাচ্ছে।’ কেউ আবার হিনা খান, শেহনাজ় গিল ও ক্রিস জেনারের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন গৌরীর চেহারার। সমালোচনা করেছেন বহু মানুষ। এক ব্যক্তি লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে খারাপ বোটক্স। তাঁর নাকটাও খুব খারাপ দেখাচ্ছে।’ গৌরী নাকি নিজেকে অভিনেত্রী হিসেবে তুলে ধরার জন্যই এমন চেহারায় পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছেন বলেও দাবি ভক্তদের।

প্রসঙ্গত, গৌরী খান ২০১২ সালে মুম্বইয়ে তাঁর নিজস্ব ইন্টিরিয়র ডিজ়াইনের কোম্পানি শুরু করেন। শুধু সেলিব্রিটি নয়, গৌরীর হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বহু অফিস ও প্রতিষ্ঠানও। মাঝেমধ্যেই নানা ধরনের ছবিও তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে। তবে চেহারায় পরিবর্তন নিয়ে এমন চর্চায় অনেকেরই আবার মত ভিন্ন। গৌরীর সৌন্দর্যের বর্ণনা করে তাঁরা পাশে দাঁড়িয়েছেন। কারও কারও মতে তিনি এমনিই সুন্দরী। এসবের প্রয়োজন নেই একেবারেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button