গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠ থেকে ফিরে যেতে শুরু করেছেন মুসল্লিরা। ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে মুসুল্লিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে শুরু করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘোষণা আসার পরপরই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন তারা। মুসল্লিরা তাদের শামিয়ানা কাঁধে নিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপ করে ও আশপাশের এলাকার পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ দক্ষিণ) নুর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না।”
বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা, কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।