আন্তর্জাতিক

ময়ূখ রঞ্জনের ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি

মোহনা অনলাইন

বাংলাদেশবিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উসকানি দিয়ে সমালোচনার তীরে বিদ্ধ ওপার বাংলার টেলিভিশন উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। সেই ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ ডিজেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি হ্যাকার কমিউনিটি।

জানা গেছে, বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের হ্যাকার কমিউনিটি তার অফিসিয়াল ফেসবুক পেইজটি ডিজেবল করে দিয়েছে।

ফেসবুকে এক বার্তায় এই কমিউনিটি দাবি করছে, বাংলাদেশবিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ময়ূখ রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের স্ট্যাটাসে লেখা হয়, কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে ‘বাংলাদেশ থাকবে না’ আর ‘চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত’- বলে সংবাদ প্রচার করে। অমানবিক উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিজেবল করা হয়েছে। ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত।

বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় সম্প্রতি দর্শকমহলের নজরে আসেন তিনি। অনেকেই উপস্থাপনাকে অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button