Top News

শাহবাগ মোড়ে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ, প্রজ্ঞাপন ছাড়া ঘরে না ফেরার নির্দেশ

মোহনা অনলাইন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বিসিপিএস’র অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি এবং রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (শাহবাগ জোন) মেহেদি হাসান শাকিল জানান, চিকিৎসকরা দেড়টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এরপর থেকে যান-চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত না নেওয়া হলে তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

বর্তমানে ইন্টার্ন চিকিৎসকরা প্রতিমাসে ২৫ হাজার টাকা ভাতা পান। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় তারা এই পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে চায় বলে জানান এক বিক্ষোভকারী। তিন বছর ধরে এই আন্দোলন চলছে উল্লেখ করে ঐ ইন্টার্ন চিকিৎসক বলেন, “আগের সরকার তাদের দাবিতে কর্ণপাত করেনি।”

ডা. সাবিনা নাহার জানান, বর্তমানে আমরা যে ভাতা পাই তা দিয়ে চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব ডাক্তাররা রয়েছে তারা এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ভাতা পেয়ে থাকেন। আমরা কেবল ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব।

নাম প্রকাশে অনিচ্ছুক ইন্টার্ন চিকিৎসক আরও বলেন, “আওয়ামী লীগ সরকার আমাদের ওপর জামায়াত-শিবিরের ট্যাগ লাগিয়ে আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করেছে। প্রশাসনকে দ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে এবং এ বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।”

পরে ইন্টার্ন চিকিৎসকদের ছয় সদস্যের প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনা করতে সচিবালয়ে যান। সেখানে তারা বলেন, তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button