বিনোদন

ডিপ্রেশন নিয়ে কথা বলে কটাক্ষের স্বীকার সানা!

মোহনা অনলাইন

সানা খান, একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন জনপ্রিয় ব্লগার। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় অভিনয় করেছেন তিনি। ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। সে বছরই হীরে ব্যবসায়ী মুফতি আনাসের সঙ্গে বিয়ে সম্পন্ন করেন।

অভিনয় থেকে বিদায় নিলেও বর্তমানে একজন জনপ্রিয় ইউটিউবার হিসেবে বেশ পরিচিত তিনি। প্রায় প্রতিদিন নিজের জীবনের টুকিটাকি মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। তেমনি একটি ভিডিয়ো তিনি সম্প্রতি পোস্ট করেছেন ইউটিউবে যেখানে তিনি আলোচনা করেছেন নিজের মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে।

যে ব্লগটি সানা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন, মা হওয়ার পর শরীর মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। ঘুম যথেষ্ট হয় না। মাঝে মাঝেই ঘুম থেকে উঠে পড়তে হয়। সকালে শরীর একেবারেই চলে না কিন্তু সংসারের কাজ করতেই হয়।

সানা আরও বলেন, মেয়ের ফটোশুট আছে তাই জোর করে বাড়ি থেকে বের হতে হচ্ছে তাঁকে। শুধু তাই নয়, ডাক্তারের কাছেও যেতে হবে তাঁকে। বাড়ির কোনও কাজ সকাল থেকে তিনি করতে পারেননি কারণ শরীরের অসুস্থতা। সারাদিনের স্বাভাবিক চক্র ব্যাহত হয়েছে তাই স্বাভাবিকভাবেই শরীর অসুস্থ হয়ে পড়ছেন তিনি।

মাতৃত্বকালীন ডিপ্রেশন নিয়ে সানা বলেন, আপনিও যদি মাতৃত্বকালীন ডিপ্রেশনে ভোগেন তাহলে বেশি চিন্তা করবেন না। অতিরিক্ত চিন্তা আপনার শরীর অসুস্থ করে দেবে। নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করুন দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।

সানার মুখে এই কথা শুনে বেশ ক্ষিপ্ত হয়েছেন সকলে। একজন লিখেছেন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা এত সোজা নয়। আপনি হয়ত জানেন না ডিপ্রেশন হলে কি হয়। অন্য একজন লিখেছেন, আমি এক দশকের বেশি সময় ধরে বিষণ্ণতার সঙ্গে লড়াই করছি। বারবার নিজেকে ‘ভালো আছি’ বোঝালেও কিছুতেই ভালো থাকতে পারছি না। এত সহজে বেরিয়ে আসা সম্ভব হয় না। আগে নিজেকে শিক্ষিত করুন। না জেনে কোনও কথা বলবেন না।

নেটিজেনদের বক্তব্য অনুযায়ী, কোনও জ্ঞান ছাড়া মানুষের স্বাস্থ্য নিয়ে এইভাবে আলোচনা করা উচিত নয়। ডিপ্রেশন যে কথাটা ভয়ঙ্কর হতে পারে তা হয়ত অভিনেত্রী নিজেও জানেন না, তাই এত অনায়াসে এই সমস্ত কথা বলতে পারছেন তিনি। বোঝাই যাচ্ছে, ডিপ্রেশন নিয়ে সানার মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেননি নেট দুনিয়ার বাসিন্দারা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিগ বস ৬ প্রতিযোগী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। প্রথম সন্তানের দেড় বছরের মাথায় ফের গর্ভবতী হয়েছেন সানা খান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button