বিনোদন

বাড়িতে হামলা, দুই শিশুসন্তানকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিলেন অল্লু অর্জুন

মোহনা অনলাইন

রবিবার হায়দরাবাদে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাসভবনে বিক্ষোভকারীরা ভাঙচুর চালানোর পরে, অভিনেতার বাবা আল্লু অরবিন্দ মিডিয়াকে সম্বোধন করে জানান যে অপরাধীদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার পরই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হল তাঁর দুই শিশুসন্তানকে। ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, জনপ্রিয় তেলুগু অভিনেতার দুই সন্তান অল্লু অরহা এবং অল্লু আয়ান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গাড়ি করে অন্যত্র চলে যাচ্ছেন।

ঘটনার পর জুবিলি হিলসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আল্লু অরবিন্দ বলেন, “আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছেন। তবে সময় এসেছে সে অনুযায়ী কাজ করার। এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়। পুলিশ দোষীদের ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাকে ধরে নিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের ঘটনাকে কারও প্রশ্রয় দেওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “তবে শুধু মিডিয়া আছে বলে আমি প্রতিক্রিয়া দেব না। এখন সময় সংযম অনুশীলন করার। আইন তার নিজস্ব পথে চলবে।” রবিবার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যৌথ অ্যাকশন কমিটির (ওইউ জেএসি) একদল লোক আল্লু অর্জুনের বাড়িতে ঢুকে পড়ে। ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রাঙ্গণের দেয়াল টপকাচ্ছে, পাথর ছুড়ছে, টমেটো ছুঁড়ছে এবং চত্বরে রাখা ফুলের টব ভাঙছে। বিক্ষোভকারীদের সঙ্গে বাড়িতে অবস্থানরত নিরাপত্তারক্ষীদের মধ্যে উত্তপ্ত সংঘর্ষ শুরু হয়। জানা যাচ্ছে, অভিনেতা তাঁর স্ত্রী এবং সন্তানদের অন্যত্র সরিয়ে দিয়েছেন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। অল্লু সেযখানে উপস্থিত হওয়ার পরেই ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁর চার বছরের সন্তান এখনও কোমায়। এই ঘটনার প্রতিবাদেই রবিবার হায়দরাবাদের জুবিলি হিল্‌সে অল্লুর বাড়িতে বিক্ষোভ দেখানো হয়।

এত কিছুর পরও বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য এবং আল্লু অর্জুনের অফস্ক্রিন সমস্যার জন্য পুষ্পা ২ গত কয়েকদিন ধরে সবার চোখের মণি হয়ে উঠেছে। মুক্তির একদিন আগে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে বেনিফিট শো চলাকালীন পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে, তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন।

বাণিজ্য ওয়েবসাইট, স্যাকনিল্ক অনুসারে, পুষ্পা ২ তৃতীয় সপ্তাহান্তে দারুণ ব্যবসা উপহার দিয়েছে। তৃতীয় সপ্তাহান্তে ৭২.৩ কোটি টাকা আয় করার গর্ব করতে পারে এমন কয়টি চলচ্চিত্র? পুষ্পা ২ সপ্তাহান্তে শক্তি থেকে শক্তিতে বেড়েছে কারণ এটি রবিবার ৩৩.২৫ কোটি টাকা, শনিবার ২৪.৭৫ কোটি টাকা এবং শুক্রবার ১৪.৩ কোটি টাকা আয় করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button