Top Newsসংবাদ সারাদেশ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ

মোহনা অনলাইন

আবারও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বন্ধ ঘোষণা করা দুইটি তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকেরা। এতে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

কারখানা শ্রমিকেরা জানান, শ্রমিক অসন্তুষ্টি কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। পরে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুসারে এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়। কিন্তু শ্রমিকেরা তা মেনে নেয়নি। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকেরা পুনরায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এর আগে ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে মামলা করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button