বিনোদন

দ্বৈত চরিত্রে মৌ!

মোহনা অনলাইন

নব্বইয়ের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী হিসেবে স্বীকৃত সাদিয়া ইসলাম মৌ। তার সহকর্মী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেক তারকার কাছে আইডল তিনি। তবে অভিনেত্রী মৌ খুব বেশি কাজ করেননি। এবার তাকে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের হীরক জয়ন্তীর বিশেষ নাটকে। তাও আবার একসঙ্গে দ্বৈত চরিত্রে।

‘সোনার সিন্দুক’ নামের বিশেষ নাটকটি প্রচার হবে আগামীকাল বুধবার রাত ৯টা ৫ মিনিট থেকে। নিশ্চিত করেছে বিটিভি কর্তৃপক্ষ।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার বাড়িটির আগের জৌলুশ আর নেই। জমিদার পরিবারের কেউ থাকে না এখানে। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেন এই বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধুমাত্র এই বংশের সৎ, চরিত্রবান, শিক্ষিত সন্তানরা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। তিনি এই জমিদার বাড়িতেই থাকতে চান। উইলের শর্ত মতো তিনি যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারেন তাহলে পাবেন ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক।

সদ্য বিবাহিত স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে এলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করেন। রাতে সোহেল চৌধুরীর স্ত্রী উপমা সোনার সিন্দুক খোলার জন্য অস্থির হয়ে পড়েন। একপর্যায়ে সিন্দুক খুলে টাকা-পয়সা ও সোনা যাই রাখে তাই দ্বিগুণ হয়ে যায়। উপমা নিজের চেহারা দ্বিগুণ সুন্দর করতে সিন্দুক খুলে ভেতরে ঢুকে পড়েন। কিন্তু সিন্দুক খুলে হুবহু উপমার মতো দুজনকে দেখতে পেয়ে চমকে যায় সোহেল। এদিকে উইলের শর্ত মতো একাধিক নারীসঙ্গ প্রমাণিত হলে সব কিছু থেকেই বঞ্চিত হবেন তিনি। সোহেল এখন কী করবেন? এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

সাদিয়া ইসলাম মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরী প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button