![](https://mohona.tv/wp-content/uploads/2024/12/মুম্বাইয়ে-শানের-বাসভবনে-অগ্নিকাণ্ড.avif)
বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ড। তারকাদের আবাসিক এলাকা নামে পরিচিত বান্দ্রায় এই ঘটনা ঘটে। শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার মধ্যরাতে বান্দ্রা এলাকায় একটি বহুতলে আগুন লাগে। সেখানেই রয়েছে শানের ফ্ল্যাট।
সেখানের সাত’তলার জানলা দিয়ে গলগল করে ঘন কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। ঘটনার খবর পেয়ে তত্ক্ষণাত্ সেখানে ছুটে যায় দমকল বাহিনী। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনার খবর পেয়ে তত্ক্ষণাত্ সেখানে ছুটে যায় দমকল বাহিনী। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন।
জানা গিয়েছে, আগুনে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বান্দ্রার ওই বহুতলে। দমবন্ধ পরিস্থিতিতে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় এক ৮০ বছরের বৃদ্ধার। ওই প্রবীণ বাসিন্দাকে বহুতল থেকে উদ্ধার করা আনা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের ICU-তে ভর্তি।
তবে এই অগ্নিকাণ্ডের সময় শান এবং তাঁর পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কিনা, তা জানা যায়নি।