গত ৫ আগস্ট সরকার পতনের পর নানা চিত্র ফুটে ওঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। পরিবর্তনের ছোঁয়ায় বদলে যায় শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের প্রতিটি দেয়ালের রূপ। গ্রাফিতির মাধ্যমে করা হয় প্রতিবাদ, ফুটে ওঠে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বহু বার্তা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ি পৌরশহরের লোকজন ঘুম থেকে উঠে দেয়ালগুলোতে ভিন্ন চিত্র দেখতে পান। গ্রাফিতির ওপর জাতীয় স্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ লেখা দেখতে পান তারা। কোথাও কোথাও ছিল ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যনে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
নালিতাবাড়ী পৌরশহরের থানা সংলগ্ন দেয়ালগুলোতে গতকাল সোমবার রাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের ধারণা, জুলাই বিপ্লবকে ধারণ করে না বা মানতে পারে না এমন কোন অপশক্তিই এসব করেছে।
গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল।
শিক্ষার্থী রুহুল সিদ্দিকী রোমান বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। স্থানীয় হাসান তৌফিক তূর্য বলেন, তারা আমাদের চেতনার ওপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ।
নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।



