Top Newsশিক্ষা

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান, বিক্ষোভ পদবঞ্চিতদের

মোহনা অনলাইন

ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ করছে পদবঞ্চিতরা। এ সময় কমিটির সদস্যদের অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের কুশপুতুল দাহ করেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) ক্যাম্পাস বন্ধ থাকলেও সকাল থেকে কলেজের বিজয় চত্বরে জড়ো হতে থাকেন পাবঞ্চিতরা। বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাস জুড়ে। পরে আধা ঘণ্টা ধরে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ‘রাকিব নাছিরের কমিটি, মানি না মানবো না’, ‘রাকিব নাছিরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ছাত্রলীগের কমিটি, মানিনা মানবো না’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ভাই মানার কমিটিরা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নতুন এই কমিটি,  মানি না মানবো না’, ‘অবৈধ কমিটি, মানি না মানবো না’, ‘ককটেল মেরে আন্দোলন, বন্ধ করা যাবে না’ স্লোগান দিতে থাকেন।

এ সময় ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়। তাদের অভিযোগ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নিজেদের লোক দিয়ে কমিটি করেছেন। যারা বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে ছিল না বলে অভিযোগ করেন তারা। কমিটিতে ছাত্রলীগের অনেককে স্থান দেয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

এর আগে, মঙ্গলবার দুপুরে ৩৬ সদস্যের কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button