Top Newsজাতীয়

সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত, ট্রাকচালক গ্রেফতার

মোহনা অনলাইন

সড়কে পড়ে আছে ফায়ারকর্মী সোয়ানুর জামান নয়নের তাজা রক্ত। পাশেই পড়ে আছে তার ব্যবহার করা হেলমেট। ইট, পাথর ও বালু দিয়ে এসব আলামত চিহ্নিত করে দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হন নয়ন। তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল এ ফাইটারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনে ফায়ার সাইলেন বেজে উঠে। তাৎক্ষণিক প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আগুন নেভাতে আসেন দায়িত্বে থাকা নয়নসহ ১০ ফায়ার ফাইটার। তারা বাসে করে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে সচিবালয়ে আসেন। ওসমানী মিলনায়তনের সামনে থেকে ফায়ার সার্ভিসের পাম্প থেকে ডেলিভারি হোস বা পানির পাইপ খুলে সচিবালয়ে নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় নয়নকে। গুরুতর আহত হওয়ায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরেজমিন দেখা যায়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন ও সচিবালয়ের গেটের সামনে দুর্ঘটনাস্থলে ইট, পাথর ও বালু দিয়ে বেরিকেড তৈরি করে করা হয়েছে ডেথ স্পট। সেখানে এখনো পড়ে আছে নয়নের তাজা রক্ত।

তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাজিব ঢাকা পোস্টকে বলেন, আমরা গত রাতে একসঙ্গে খাবার খেয়েছি। একসঙ্গে ভলিবলও খেলেছি। সম্ভবত রাত ২টা ৪০ মিনিটে সাইরেন বেজে উঠে। তাৎক্ষণিক ড্রাইভার ১০ জন সদস্য নিয়ে মিনিবাসে করে এখানে আসেন। আমরা ১০ মিনিট পরে আসি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে ট্রাকচালক পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা গণপূর্ত ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাকে আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক দ্রুতগতিতে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। শিক্ষার্থীরা ট্রাক থামিয়ে চালককে নামিয়ে মোটরসাইকেলে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উত্তেজিত জনতা চালককে মারধরের চেষ্টা করলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button