বিনোদন

৫৯-এ সালমান, নিয়ম পাল্টে জন্মদিন উদযাপন

কখনও রোমান্সের জাদু ছড়িয়ে অ্য়াকশন প্যাকড ‘টাইগার’, আবার কখনো ‘চুলবুল পাণ্ডে’ হয়ে ‘বজরঙ্গি ভাইজান’। বলিউডের রাজত্বে তিনি যে ‘সুলতান’, সেই প্রমাণ মেলে বক্স অফিসে। গোটা ছবিতে তো ঝড় তোলেনই। কখনো-বা একঝলক পর্দায় আসলেও ছবি সুপারহিট। হ্যাঁ, সালমান ম্যাজিক এমনই। পর্দার সেই ম্যাজিশিয়ন আজ পা রাখলেন ৫৯ বছরে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে, তিনি এখনও বলিউডের মোস্ট এলিজেবল ব্য়াচেলর।

প্রতিবছর এই অভিনেতার বাংলো গ্যালাক্সিতেই তাঁর জন্মদিন উদযাপন করা হয়। তবে এবার নিয়ম গেল পাল্টে। ভাইজানের জন্মদিন পার্টির সমস্ত দায়িত্ব নিলেন বোন অর্পিতা। আর তা শুরু হলো বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত থেকেই।

বুলেট প্রুফ গাড়িতে চেপে অর্পিতার বাড়িতে ‘দাবাং’ এন্ট্রি নিলেন সালমান। তাঁর পরনে কালো শার্ট, ধূসর রঙের জ্য়াকেট। তবে তিনি একা নন, সালমানের পিছন পিছনই গাড়ি চড়ে এলেন ইউলিয়া ভান্তুর, সোহেল খান, সস্ত্রীক আরবাজ খান, সঙ্গীতা বিজলানির মতো তারকারা। উপস্থিত ছিলেন রীতেশ দেশমুখ, জেনেলিয়াও।

জানা যায়, এ সময় কেক কাটেন ভাইজান। প্রিয় খাবার দিয়েই সাজানো হয়েছিল বার্থডে ডিনার টেবিল। এমনকি অতিথিদের অনুরোধে সালমান নাকি নেচেছেনও।

এদিকে, কয়েক বছর ধরেই সালমানের পিছনে লেগেছেন গ্য়াংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং। বারবার তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। রোজই কঠোর থেকে কঠোর হচ্ছে সালমানকে ঘিরে থাকা নিরাপত্তা। তবে সালমান রয়েছেন একইরকম। তাঁকে দমিয়ে রাখা কঠিন। বলিউডের ‘ভাইজান’ বলে কথা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button