Top Newsআন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৭৯

মোহনা অনলাইন

দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৪৭ জনে। আজ রোববার (২৯ ডিসেম্বর) অবতরণের সময় বিধ্বস্ত হলে কমপক্ষে ১৭৯ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইয়নহাপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আজ রোববার ভোরে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দেয়ালে ধাক্কা খায়।

১৭৫ জন যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, জরুরি সেবা বিভাগ বিমানটির লেজের অংশ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।

স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠান এমবিসি’র একটি ভিডিওতে দেখা যায়, জেজু এয়ারের একটি বোয়িং ৭৩৭-৮-এএস মডেলের উড়োজাহাজটি যখন রানওয়েতে নেমে আসে তখন এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। এর পরপরই উড়োজাহাজের পুরো কাঠামোটিতে আগুন ধরে যায়।

কর্মকর্তারা সন্দেহ করছেন পাখির সঙ্গে সংঘর্ষের কারণে অবতরণ গিয়ার কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে সঠিক কারণ খুঁজে বের করতে ঘটনাস্থলে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

এদিকে, লি হিউন জি নামে জরুরি বিভাগের একজন কর্মী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, উদ্ধারকর্মীরা এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button