বিনোদন

এবার নতুন পরিচয়ে বুবলী!

মোহনা অনলাইন

কখনো আলোচনা, কখনো বা সমালোচনা দিয়ে মিডিয়া অঙ্গনে নিজের নামটি বেশ পাকাপোক্ত করে নেন এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। শুধু সিনেমায় অভিনয়ই নয়, পাশাপাশি অন্যান্য কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তিনি একজন সফল আদর্শ মা।

বছরের শেষপ্রান্তে এসেও বুবলী ভীষণ ব্যস্ত। নায়িকা এবার নতুন পরিচয়ে আসতে চলেছেন দর্শকের সামনে। এনটিভিতে আগামী ৪ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রচার শুরু হতে যাচ্ছে ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’। সারাদেশের ত্রিশজন বিউটি এক্সপার্টের মধ্যে এই প্রতিযোগিতা চলে। গ্র্যান্ড ফিনালেতে এসে মোট ছয়জন প্রতিযোগিতায় এসে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুবলী। অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওতে এনটিভি’র নিজস্ব স্টুডিওতে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিসিয়ান কানিজ আলমাস খান ও হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান।

নতুন এই পরিচয় নিয়ে বুবলী বলেন, ‘যে কোনো মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা খুব চ্যালেঞ্জের। কারণ সেখানে যারা অংশ নেন সবাই মেধাবী। তাদের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বিজয়ী করা কঠিন। তবে এই দায়িত্বটা সম্মানেরও। আমি খুব এনজয় করেছি।’

আসছে বছরে আরও একটা সফল বছর কাটানোর প্রত্যাশা ব্যক্ত করে বুবলী জানান, কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার। পাশাপাশি শোবিজ সংশ্লিষ্ট নানা কাজেও যুক্ত থাকবেন সংবাদপাঠিকা থেকে চিত্রনায়িকা বনে যাওয়া শবনম বুবলী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button