Top Newsজাতীয়

সচিবালয়ের পোড়া ভবন সংস্কার করে ব্যবহারের উপযোগী করা সম্ভব

মোহনা অনলাইন

সচিবালয়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাত নম্বর ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে মনে করছেন ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয় চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, গত বুধবার আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা গণপূর্তের লোকজন এসেছিলাম, আমাদের খুব বেশি দেরি হয়নি। ফায়ার সার্ভিসকে আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি।
ভবনটিতে মোটামুটি ছয়টি মন্ত্রণালয় রয়েছে জানিয়ে উপ-সহকারী প্রকৌশলী বলেন, প্রতিটি ফ্লোরে ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পরিপূর্ণ, কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কিনা- এ বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে। বিশেষজ্ঞ টিম যে মতামত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ভবনটি গণপূর্তের কাছে হস্তান্তর করেনি জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, যখন অ্যাসেসমেন্ট করে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দেবে তখনই হয়তো আমরা বুঝবো এটি সংস্কার করতে কতদিন লাগবে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button