বিনোদন

আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর!

মোহনা অনলাইন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ভালবেসে বিয়ে করেন নায়ক শরিফুল রাজকে। কিন্তু বিয়ের এক বছর পরই দাম্পত্য জীবনের ইতি টানেন রাজ-পরী।

তারকা দম্পতি পরীমণি ও রাজ আলাদা হয়ে যাওয়ার পর তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য পরীমণি কাছেই। মায়ের সঙ্গে নানা সময় কাটানোর ভিডিও অনুরাগীরা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সেভাবে বাবা রাজের সঙ্গে সময় কাটানোর ভিডিও চোখে পড়েনি। বিশেষ কোনো দিনেও পূণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা গেছে পরীর কণ্ঠে। একইসঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি।

সম্প্রতি রাজের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন, প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজ-পরীর। ভিডিওতে বাবা শরিফুল রাজের সঙ্গে দেখা মিলল পুণ্যের। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় বাবা-সন্তানকে। সেই মুহূর্তের ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন শরিফুল রাজ।

তিনি লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’ এরপরই নতুন বছরের শুভেচ্ছা জানান শরিফুল রাজ। এদিকে রাজের সঙ্গে পুণ্যকে দেখে নেটিজেনরা পরীমণিকে খুঁজছেন। অনেকেই বলছেন, তাহলে কি আবারো সম্পর্ক স্বাভাবিক হয়েছে রাজ-পরীর?

এমন প্রশ্নের কারণও অবশ্য রয়েছে। কারণ বিভিন্ন সাক্ষাৎকারে রাজের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছেন পরীমণি। এমনকি সবশেষ গেল সেপ্টেম্বরে নিজের প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button