বিনোদন

চিত্রনায়িকা অঞ্জনার অবস্থার অবনতি, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

মোহনা অনলাইন

বাংলাদেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। গত ১৫ দিন ধরে অসুস্থ নায়িকা। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। শারীরিক অবস্থার অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। গতকাল বুধবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। সেখানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবারের পক্ষ থেকে বিষয়টি সকালে নিশ্চিত করেছেন নিশাত রহমান।

নিশাত জানান, অঞ্জনা শ্বাসকষ্টে ভুগছেন। গতকাল রাতে শ্বাসকষ্টের তীব্রতা বেড়ে গেলে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

অঞ্জনা গত ১৫ দিন ধরে অসুস্থ। শুরুতে জ্বর ছিল এবং পুরো শরীর কাঁপছিল। ওষুধ খাওয়ার পরও জ্বর কমছিল না। পরে পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে আছেন, যারা মায়ের পাশে রয়েছেন।

বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। “দস্যু বনহুর” দিয়ে তার শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। “পরিণীতা” ও “গাঙচিল”-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button