রাজধানীসহ পুরো দেশে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বিশ্বে এখন চলছে শীতকাল। ফলে স্বাভাবিকভাবেই সব জায়গায় ঠাণ্ডা পড়েছে। বাংলাদেশের মতো একই অবস্থা পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে। তীব্র ঠাণ্ডা পরিলক্ষিত হচ্ছে মরুর অঞ্চল মধ্যপ্রাচ্যেও।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে। তবে আজ শুক্রবার (৩ জানুয়ারি) অস্ট্রেলিয়ার অ্যাডেইলেডে কাঠাফাটা রোদ পরিলক্ষিত হয়েছে। সেখানে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ এশিয়া শীতে কাঁবু হলেও; দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার, মালয়েশিয়া ও থাইল্যান্ডেও সূর্যের প্রখরতা ছিল লক্ষণীয়। মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ সময় দুপুর ২টায় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি, মালয়েশিয়ার কুয়ালামপুরে ৩৩ ডিগ্রি ও থাইল্যান্ডের ব্যাংককের তাপমাত্র ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।